ReUnion 2018 and Celebration Of 37th Anniversary Of Medicine Club (31st jan,2018)

Time

  • Date:

    16-Feb-2018

  • Share:

ReUnion 2018 and Celebration Of 37th Anniversary Of Medicine Club (31st jan,2018)

প্রতিষ্ঠার ৩৭ টি বছর দেখতে দেখতেই পেরিয়ে গেল মেডিসিন ক্লাব মমেক এর । প্রতিটি বছরেই নিয়মিত প্রবীন নবীনদের আনাগোনায় ক্লাবটি হয়ে এসেছে মুখরিত । ভ্যাক্সিনেশন, ব্লাড ডোনেশন, ব্লাড গ্রুপিং ইত্যাদি মানবসেবামূলক কাজগুলো যুগ যুগ ধরে অক্ষুণ্ণভাবেই চলে এসেছে। ম-১৪ থেকে ম-৫৪, গল্পগুলো ছিলো অভিন্ন;শুধু পরিবর্তিত হয়েছে মুখগুলো কিন্তু স্বপ্নটা এক ; স্বপ্নটা কিভাবে অসহায় মানুষগুলার মুখে একটুকরো হাসি তুলে দেওয়া যায়, কিভাবে তাদেরকে নিয়ে হাসতে পারা যায়। পূর্বের অনুপ্রেরণার পথ ধরেই এভাবেই অতিবাহিত হয়ে গেল ৩৭ টি বছর । বর্তমান মেডিসিনিয়ানদের ইচ্ছা অনেক দিনের ; ইচ্ছে সেই মানুষগুলোকে দেখবার যাদের হাত ধরে মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজের করিডোর থেকে উৎপত্তি হয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ এর কোনায় কোনায় ; মেডিসিনিয়ানরা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো ; মেডিসিন ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিছু সময়ের জন্য হলেও মেডিসিনিয়ানরা ফিরে যেতে পেরেছিলো সেই সোনালী দিনগুলোতে। "ঢাকা বারডেম হাসপাতাল অডিটোরিয়াম" এ সেদিন ছিল আনন্দের মিলনমেলা। প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি ক্লাবের সম্মানিত সকল উপদেষ্টাবৃন্দ, বর্তমান সদস্যবৃন্দ সহ সকলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পুর্নমিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানের অংশ হিসাবে প্রথমেই ছিল ক্লাবের জন্মদিন উপলক্ষে কেক কাটা।এক্ষেত্রে ক্লাবের বর্তমান সকল সদস্যদের সাথে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় উপদেষ্টা গাজী মাসুম আহমেদ(ম-১৯) গোলাম মওলা সেলিম (ম-১৯) শেখ মুন্না মামুন (ম-২২) মামুন আল মাহতাব স্বপ্নিল (ম-২৫) সহ আরো শতাধিক বর্তমান এবং প্রাক্তন মেডিসিনিয়ান । এরপর ৩৭ বছরের ইতিহাস এবং বর্তমান কার্যক্রমের উপর ভিত্তি করে ছিলো একটি স্মৃতিচারণমূলক প্রেজেন্টেশন ; ছিল পর্যায়ক্রমে উপদেষ্টাবৃন্দের মূল্যবান কিছু বক্তব্য। অনুষ্ঠানের এক পর্যায়ে ক্লাব ওয়েবসাইট টি অধিকাংশ মেডিসিনিয়ানের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। । অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের বর্তমান সদস্যদের অংশগ্রহণে ছিল নাচ,গান,কবিতা আবৃত্তি তথা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অবশেষে ক্লাবের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে ইতি টানা হয়।
স্বল্পসময়ের চেষ্টা, সম্মানিত উপদেষ্টাবৃন্দের সর্বোপরি সহযোগিতা এবং ক্লাবের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে এভাবেই সফল হয় মেডিসিন ক্লাব, মমেক ইউনিট এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পুর্নমিলনী অনুষ্ঠান। মেডিসিন ক্লাবের উত্তরোত্তর আরো উন্নতি হোক এবং সাফল্যে ছড়িয়ে পড়ুক দেশবিদেশে, এই কামনা সামনে রেখেই শুরু হল ক্লাবটি নতুন বছরের যাত্রা।

    - Raisa Anjum m54